শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘ছায়াবৃত্ত’
jagonews24.com
Saturday, January 31, 2026
অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে আসছে কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘ছায়াবৃত্ত’। বইটি প্রকাশ পাবে নবকথন প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। এর আগে তার ‘আজ রাতে চাঁদ উঠবে না’ (২০২১), ‘মেঘ বিষাদের দিন’ (২০২২), ‘বিধ্বস্ত নক্ষত্র’ (২০২২), ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ (২০২৩) এবং ‘বিষাদের ছ...
অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে আসছে কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘ছায়াবৃত্ত’। বইটি প্রকাশ পাবে নবকথন প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।
এর আগে তার ‘আজ রাতে চাঁদ উঠবে না’ (২০২১), ‘মেঘ বিষাদের দিন’ (২০২২), ‘বিধ্বস্ত নক্ষত্র’ (২০২২), ‘নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ (২০২৩) এবং ‘বিষাদের ছায়া’ (২০২৪) ও ‘বিসর্জন’ (২০২৫) প্রকাশিত হয়। বইগুলো পাঠকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবং পাঠকদের ভিন্ন কিছু উপহার দিতে এবার তিনি নিয়ে এসেছেন শ্বাসরুদ্ধকর মনস্তাত্ত্বিক থ্রিলার।
উপন্যাস সম্পর্কে লেখক শফিক রিয়ান বলেন, ‘ছায়াবৃত্ত গতানুগতিক কোনো প্রেমের গল্প নয় বরং একটি পিলে চমকানো অপরাধ ও রহস্যের আখ্যান। প্রেক্ষাপট ধানমন্ডির এক ব্যস্ত গলি, যেখানে একটি কম্পিউটার সেন্টারে ঘটে যায় নৃশংস হত্যাকাণ্ড। গলাকাটা লাশ হয়ে পড়ে থাকে স্বপ্নবাজ তরুণী তিশা। ঘটনার আকস্মিকতায় যখন সন্দেহের তীর তিশার প্রেমিক আহনাফের দিকে, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায় ভয়াবহ ট্র্যাজেডিতে।’
- আরও পড়ুন
আসছে কাঙাল হরিনাথ মজুমদারকে নিয়ে গবেষণাগ্রন্থ
আসছে ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘মুছে যাওয়া দিনগুলি’
তিনি বলেন, ‘উপন্যাসের চরিত্ররা বেশ বিচিত্র। রহস্য উদঘাটনে এখানে যুক্ত হন হিসাববিজ্ঞানের প্রফেসর আবরার হাসান, যিনি জীবনের সবকিছুর মধ্যেই ডেবিট-ক্রেডিটের অঙ্ক মেলান। তিনি বিশ্বাস করেন, হিসাবের খাতায় যেমন গরমিল থাকে, জীবনের গল্পেও কোথাও না কোথাও একটা ‘অ্যাকাউন্টিং এরর’ বা ভুল থেকে যায়। পুলিশের এএসপি ইমতিয়াজের সাথে তিনিও নেমে পড়েন অদৃশ্য ভুলের সন্ধানে। তদন্তের সূত্র ধরে বেরিয়ে আসে তিন বন্ধু—রাশেদ, পলাশ আর তিশার এক অদ্ভুত অতীত। ভালোবাসা যেখানে অভিশাপ হয়ে আসে, স্বপ্নগুলো রূপ নেয় দুঃস্বপ্নে।’
পাঠকদের উদ্দেশ্যে লেখক বলেন, ‘সাহিত্যের জগতে এসে প্রচুর ভালোবাসা, স্নেহ ও প্রশংসা পেয়েছি। সাড়া পেয়েছি আকাঙ্ক্ষার তুলনায় বেশি। পাঠকদের কথা চিন্তা করেই একটু ভিন্ন ধাচের লেখালেখি করছি। ‘ছায়াবৃত্ত’ এমন এক অসমাপ্ত জ্যামিতি আর ছায়ার বৃত্তে আটকে পড়া মানুষের গল্প, যেখানে আলো ফেললে কেবল অন্ধকারই গাঢ় হয়। আশা করি, রহস্য ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ভরা উপন্যাসটি মন জয় করে নিতে সক্ষম হবে।’
এসইউ
Read the full article
Continue reading on jagonews24.com
