আপনার তথ্য চুরি করছে অ্যাপ, যেভাবে সুরক্ষিত থাকবেন
jagonews24.com
Friday, January 30, 2026
বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলে না কারো। স্মার্টফোনে একবার ট্যাপ করলেই মিলছে প্রয়োজনীয় তথ্য, গন্তব্যের দিশা বা পছন্দের খাবার। জি-মেইল, গুগল অ্যাপ, ইউটিউব কিংবা প্লে স্টোর এই পরিষেবাগুলো আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এই সুবিধার আড়ালেই রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আম...
বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলে না কারো। স্মার্টফোনে একবার ট্যাপ করলেই মিলছে প্রয়োজনীয় তথ্য, গন্তব্যের দিশা বা পছন্দের খাবার। জি-মেইল, গুগল অ্যাপ, ইউটিউব কিংবা প্লে স্টোর এই পরিষেবাগুলো আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
তবে এই সুবিধার আড়ালেই রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অজান্তেই কতটা ব্যক্তিগত তথ্য অ্যাপের হাতে তুলে দিচ্ছি? আপনার ফোনে যদি লোকেশন চালু থাকে, তাহলে কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন সেই তথ্য গুগলের কাছে পৌঁছাতে পারে।
শুধু তাই নয়, সার্চ ইঞ্জিন বা ইউটিউবে আপনি কী খুঁজছেন, কোন ভিডিও দেখছেন, তারও পূর্ণাঙ্গ ইতিহাস সংরক্ষণ করা হয়। অনেকেই আবার ভয়েস সার্চ ব্যবহার করেন সেখান থেকেও আপনার অ্যাপ ব্যবহারের ধরন সম্পর্কে ধারণা পায় গুগল এবং অন্যান্য আরও বেশ কিছু অ্যাপ। চাইলে এখন খুব সহজেই আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারবেন।
আসুন জেনে নেই কীভাবে কাজটি করবেন-
১. প্রয়োজন না হলে ফোনের লোকেশন বন্ধ রাখুন।
২. অটো-ডিলিট অপশন চালু করে রাখতে পারেন ৩, ১৮ অথবা ৩৬ মাস পর স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে যাবে।
৩. অ্যাড পার্সোনালাইজেশন বন্ধ করলে আপনার সার্চ ও আগ্রহভিত্তিক বিজ্ঞাপন ট্র্যাক করা কঠিন হবে।
৪. ভয়েস কমান্ড বা ভয়েস অ্যাক্টিভিটি বন্ধ রাখলে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার কার্যকলাপ কম নজরে আসবে।
আরও পড়ুন
বন্ধ রাখুন ৩ সেটিংস, ব্যক্তিগত তথ্য জানবে না গুগল-ফেসবুক
ঘরে বসে আয় করার মেইল-মেসেজ পাচ্ছেন? সাবধান হোন এখনই
কেএসকে
Read the full article
Continue reading on jagonews24.com
